Posts

Showing posts from June, 2021

এক রাতেই উধাও হবে ব্রণ

Image
ত্বকে ব্রণের সমস্যায় অনেকেই ভুগে থাকেন। আর সেসময় ত্বকে কি ব্যবহার করবেন বা করবেন না? তা নিয়ে বেশ চিন্তায় থাকতে হয়। অনেক সময় কিছু সাধারণ পদ্ধতি মেনে চললে অ্যাকনে, পিম্পল বা ব্রণ কমে যায়। তবে সেটা রাতারাতি হুড়মুড় করে হবে না। সময় লাগবে। তবে যদি আপনার এত ধৈর্য না থাকে, তাহলে এই চটজলদি টোটকাগুলো ট্রাই করে দেখুন। এক রাতেই আপনার ব্রণ ছুমন্তর হবেই-      প্রথমেই সবচেয়ে সস্তা আর সবচেয়ে সহজ পন্থাটি হলো বরফ কিউব কাপড়ে মুড়ে ব্রণের উপরে আলতো করে চেপে ধরুন। এতে ব্রণ ভিতর থেকে শুকিয়ে যাবে। ২০ সেকেন্ড মতো রাখবেন। দিনে দু’বার এটা করা যায়। মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ব্রণ সারিয়ে তুলবে। রাতে এক দু’ফোঁটা লাগিয়ে দিন ব্রণে। সকালে উঠে ধুয়ে ফেলুন।      অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে টি ট্রি অয়েলেও। দাম একটু বেশি, তবে কাজ দেয় মারাত্মক। সরাসরি এটা লাগাবেন না। দু’ফোঁটা নিয়ে তার সঙ্গে নারকেল তেল মিশিয়ে পিম্পলে লাগাবেন। কয়েক ঘণ্টা রেখে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।      অ্যাস্পিরিন ট্যাবলেট গুঁড়ো করে পেস্ট বানিয়ে ব্রণে লাগান। এর অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ আপনার ব্রণ সারিয়ে দেবেই দেবে। একই গুণ আছে গ্রিন টিয়েরও। ওই চায়ে